No Internet Connection !

রাঙামাটি জেলা পরিচিতি

প্রশ্ন: রাঙামাটি জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮৬০ সালে।
প্রশ্ন: রাঙামাটি জেলার সীমানা কি? উ: রাঙামাটি জেলার সীমানা:

✅ উত্তরে: খাগড়াছড়ি

✅ দক্ষিণে: বান্দরবান

✅ পূর্বে: ভারতের মিজোরাম রাজ্য

✅ পশ্চিমে: চট্টগ্রাম জেলা


প্রশ্ন: রাঙামাটি জেলার আয়তন কত? উ: ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার ।
প্রশ্ন: রাঙামাটি জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: বনলতা রাঙামাটি।
প্রশ্ন: রাঙামাটি জেলার গ্রাম কতটি? উ: ১৩৪৭ টি।
প্রশ্ন: রাঙামাটি জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৫০ টি।
প্রশ্ন: রাঙামাটি জেলার উপজেলা কতটি ও কি কি? উ: ১০ টি। রাঙামাটি, বরকল, বাঘাইছড়ি, কাউখালী, জুরাইছড়ি, লংগদু, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, নানিয়াচর।
প্রশ্ন: রাঙামাটি জেলার পৌরসভা কতটি? উ: ২ টি।
প্রশ্ন: রাঙামাটি জেলার নদ-নদী কি কি? উ: কর্ণফুলী, শঙ্খ, কাশালং, রানখিয়াং ইত্যাদি।
প্রশ্ন: রাঙামাটি জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: রেয়ন মিল, চন্দ্রঘোনা কাগজ মিল, প্লাইউড মিল, জলবিদ্যুৎ কেন্দ্র, টেক্সটাইল মিল প্রভৃতি।
প্রশ্ন: রাঙামাটি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, চাকমা রাজবাড়ী, শুভলং ঝরনা।
প্রশ্ন: রাঙামাটি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: কনক চাপা চাকমা, মহারাজা ত্রিদিব রায়, চলচ্চিত্রকার আলমগীর কবির, মহারানী মৈত্রী রায়, ব্যারিস্টার দেবাশীষ রায়, অশোক কুমার দেওয়ান।
তথ্যসূত্র: rangamati.gov.bd
top
Back
Home
Gsearch